ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৬:০৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ নারীসহ ৬ জনের

নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই নারী। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আইড়মারী ব্রিজ এলাকায় মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই ঢাকাগামী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।