ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৩৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজায় ক্ষুধায় একদিনে ১৫ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

গাজায় ইসরায়েলি অবরোধের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য ও চিকিৎসা সামগ্রীর অভাবে অপুষ্টি এবং অনাহারের পরিস্থিতি চরমে পৌঁছেছে। মাত্র একদিনে ক্ষুধায় প্রাণ হারিয়েছে ১৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে নবজাতক শিশুও রয়েছে। 

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক মহল পরিস্থিতিকে ‘অসহনীয় ও নজিরবিহীন’ বলে অভিহিত করছে। আজ বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং খাদ্য প্রবেশাধিকার বন্ধ থাকায় মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। মাত্র ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন অন্তত ১৫ জন, যার মধ্যে ছয় সপ্তাহ বয়সী নবজাতক ইউসুফ আবু জাহিরও রয়েছে। দুধ এবং অন্যান্য জরুরি খাদ্যের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। এই মৃত্যুসমূহ কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং গাজায় চলমান ক্ষুধা সংকট ও অবরোধের ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলছে।

আল জাজিরা জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-ঘালবান গাজার খান ইউনিস শহরের এক হাসপাতালে না খেয়ে মারা যায়। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০১ জন মানুষ অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ৮০ জনই শিশু। সাম্প্রতিক কয়েক সপ্তাহে মৃত্যুর হার দ্রুত বেড়েছে।