ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:২৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস যা বললো

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

টানা বৃষ্টি শেষে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দিনের গরম বাড়বে। একই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়,ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। ফলে বাইরে বের হওয়ার সময় গরম থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতও, ২৫ মিলিমিটার।