শিগগিরিই গঠিত হচ্ছে তথ্য কমিশন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
লোগো
তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। কমিশনের অন্তত একজন সদস্য হবেন নারী।
আজ শনিবার (২৬ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে। দুজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন নারী হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
