৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
মোহাম্মদপুর থানায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আজ শনিবার সকালে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের সত্যি ঘটনা প্রকাশের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সত্য ঘটনা প্রকাশ করলে জনগণের উপকার হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।’
এ সময় আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোনো ধরনের কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না।’
সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের গুপ্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কী করছে এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তাও এর সঙ্গে জড়িত।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেই জড়িত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা যদি কেউ অপকর্ম করতে চায় তারা কোনোমতেই ছাড় পাবে না।’
আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।’
শনিবার বেলা ১১টা ১৫ মিনিট নাগাদ মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান জাহাঙ্গীর আলম চৌধুরী।এ সময় থানায় উপস্থিত সব পুলিশ সদস্যদের খোঁজখবর ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা রায়েরবাজার অবস্থিত জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করবেন বলে জানা গেছে।
