শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
প্রতীকী ছবি।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার সকালে এই ভূমিকম্পে বেশ কয়েকটি শহরের ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে কোনো হতাহতের খবর মেলেনি।দেমটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তি ছিল আফগানিস্তানের হিন্দু কুশে এবং গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।
পার্শ্ববর্তী পেশওয়ার পর্যন্ত এই ভূমিকম্প টের পাওয় যায়। দিবাগত রাত ২টা ৩ মিনিটে এই ভূকম্পনটি টের পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ ছাড়া ইনলামাবাদ, রাওয়ালপিন্ডি, কাশ্মীর ও কারাকের স্থানীয়রাও ভূমিকম্পের কথা জানিয়েছেন।
