ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাতদিন পর জহুরা খাতুন (৬২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচা মাটিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জহুরা খাতুন উপজেলার মাকড়ঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হোন বলে জানান পরিবারের লোকজন।ৃ
খবর পেয়ে ঘটনাস্থলে যান গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।
