ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:১১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউইয়র্কে ৩ মাত্রায় ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে।  স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) রাতে আঘাত হানা ভূ-কম্পনটির মাত্রা ছিল ৩।  এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৩।  এটি নিউজার্সির শহরতলির হাসব্রুক হাইটসে, সেন্ট্রাল পার্ক থেকে ৮ মাইল (১৩ কিলোমিটার) পশ্চিমে, প্রায় ৬.২ মাইল (১০ কিলোমিটার) গভীরতায় আঘাত হানে।

নিউইয়র্কের ব্রুকলিন বরোর একজন বাসিন্দা এটিকে ‘খুব সংক্ষিপ্ত’ ভূমিকম্প হিসাবে বর্ণনা করেছেন, যা এক মুহূর্তের জন্য সামান্য ঝাঁকুনি দিয়েছিল। 

তবে ভূমিকম্পটি অনুভব করা ব্যক্তিদের পোস্টে সোশ্যাল মিডিয়া আলোড়িত হযে উঠে।  এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘আমি ভালো আছি’।

এই ভূমিকম্পটি ২০২৪ সালে নিউজার্সির টেক্সবারি শহরের একটু পশ্চিমে আঘাত হানা ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের চেয়ে অনেক মৃদু ছিল।

তথ্যসূত্র: এনডিটিভি