ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:১৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘন্টায় করোনায় এক নারীর প্রাণহানী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় এক নারী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত করোনাভাইরাসে ৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছর ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ বছর এখন পর্যন্ত ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।