ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৪:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কানাডিয়ান ওপেন: এবার ইগা শিয়াওতেকের বিদায়

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

ইগা শিয়াওতেক।  

ইগা শিয়াওতেক।  

চলতি কানাডিয়ান ওপেনে একটির পর একটি অপ্রত্যাশিত ঘটনায় নাটকীয়তা ভরপুর হয়ে উঠেছে। শীর্ষ বাছাই কোকো গাউফের দুঃস্বপ্নের পর এবার বিদায়ের তালিকায় যোগ হলেন দ্বিতীয় বাছাই ইগা শিয়াওতেক। শেষ ষোলোয় এই পোলিশ তারকাকে হারিয়ে টুর্নামেন্টে নতুন চমক দেখালেন ডেনমার্কের ক্লারা তাউসেন।

আজ সোমবার অনুষ্ঠিত ম্যাচে চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেক প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ রক্ষা হয়নি। ৭-৬ (৭-১), ৬-৩ গেমে জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেন ২১ বছর বয়সী তাউসেন, যার বিশ্ব র‌্যাঙ্কিং বর্তমানে ১৯।

এর আগে রবিবার, ১৮ বছর বয়সী কানাডিয়ান ভিক্টোরিয়া এমবোকো ৬২ মিনিটেই উড়িয়ে দিয়েছিলেন র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর কোকো গাউফকে। এছাড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দুইবারের চ্যাম্পিয়ন জেসিকা পেগুলা (র‌্যাঙ্কিং ০৪) ও মিরা আন্দ্রিভা (র‌্যাঙ্কিং ০৫)– দুইজনই প্রথম থেকেই ছিলেন শিরোপার দাবিদারদের তালিকায়।

এখন দুর্দান্ত ছন্দে থাকা তাউসেন লড়বেন সেমিফাইনালের টিকিটের জন্য। কোয়ার্টার-ফাইনালে তার প্রতিপক্ষ—এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কির।

টেনিস দুনিয়ার চোখ এখন এই টুর্নামেন্টে, যেখানে বড় তারকাদের ছিটকে যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে, আর উঠতি তারকারা দিচ্ছেন একের পর এক চমক।