ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরাজে মুগ্ধ কোহলির বোন, আবেগঘন বার্তা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

সিরাজে মুগ্ধ কোহলির বোন, আবেগঘন বার্তা

সিরাজে মুগ্ধ কোহলির বোন, আবেগঘন বার্তা

ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজের দারুণ পারফরম্যান্সে মুগ্ধ  কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। ভারতের এই পেসারের উদ্দেশে দিয়েছেন আবেগঘন বার্তা, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

সিরিজের পাঁচটি টেস্টেই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে নিয়েছেন ২৩ উইকেট—যা এই সিরিজের সর্বোচ্চ। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন সফলভাবে। ওভাল টেস্টে তার পারফরম্যান্সেই ভারত জিতে নেয় রোমাঞ্চকর ম্যাচ, সিরিজে সমতায় ফেরে দল।

সিরাজের এই অবদানে আবেগাপ্লুত হয়ে ভাবনা কোহলি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ‘খেলাটা (ক্রিকেট) আমাদের কখনও অবাক করে না, কারণ এখানে এমন সব বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন, আশায় বুক বাঁধান, ইতিবাচক ভাবনায় বিশ্বাসী করে তোলেন। মোহাম্মদ সিরাজ, আপনি মহান।’

আইপিএলের সময় প্রায়শই ভাই বিরাট কোহলিকে নিয়ে পোস্ট করলেও, অন্য কোনো ক্রিকেটার সম্পর্কে এভাবে মন্তব্য করতে সচরাচর দেখা যায় না ভাবনাকে। তাই সিরাজের জন্য তার এই পোস্ট ক্রিকেটপ্রেমীদের কাছে দারুণভাবে প্রশংসিত হচ্ছে।

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়ার পর এটি ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ। সেই সিরিজে সিরাজের বল হাতে নেতৃত্ব ও ধারাবাহিকতা স্বাভাবিকভাবেই ছুঁয়ে গেছে কোহলি পরিবারকেও।