ঢাবিতে মধ্যরাতের বিক্ষোভে উত্তাল পরিবেশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
ঢাকা বিশ্বরবিদ্যালয়ে ক্যাম্পাস শুক্রবার দিবাগত রাত থেকে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীদের বিক্ষোভে। মূলত ছাত্রদলের নতুন হল কমিটি প্রকাশকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয় এবং তা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। টিএসসি এলাকায় ছাত্র-ছাত্রীদের স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার দিবাগত মধ্যরাতে। সেদিন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে তাদের নতুন কমিটি ঘোষণা করে। শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৬ জুলাই ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের সব হলের ছাত্র-ছাত্রীরা সম্মিলিতভাবে হলের ভেতরে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল। তাই নতুন কমিটি ঘোষণা ছাত্রদল সেই সিদ্ধান্তের পরিপন্থী এবং শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে। এ কারণেই তারা প্রতিবাদে রাস্তায় নামেন।
শুক্রবার সন্ধ্যা থেকেই নারী শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। মধ্যরাত ঘনিয়ে আসতেই বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। এ সময় তারা স্লোগান দেন— “ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর”, “লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চলবে না”, “ছাত্রদলের রাজনীতি চলবে না”, “ছোট টিমের রাজনীতি চলবে না”—সহ আরও নানা প্রতিবাদী ধ্বনি।
এর আগে রোকেয়া হলে নারী শিক্ষার্থীরা চার দফা দাবিতে হল প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মুনতাহা ইসমাইল এশা বলেন, “আজকে ছাত্রদল তাদের হল কমিটি প্রকাশ করেছে, অথচ আমরা সবাই মিলে গত বছর রাজনীতি নিষিদ্ধ করেছিলাম। তারা এত সাহস কোথায় পায়?”
সরেজমিন দেখা যায়, নারী শিক্ষার্থীরা প্রথমে হল থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। পরে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে পুরুষ শিক্ষার্থীরাও টিএসসিতে যোগ দেন। একত্র হয়ে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য চত্বরের দিকে অগ্রসর হন।
