ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৫:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার ভুটানে গেলেন ফুটবলকন্যা রিপা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার

বাংলাদেশ জাতীয় নারী দলের অন্যতম ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা।

বাংলাদেশ জাতীয় নারী দলের অন্যতম ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা।

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগ মাতিয়ে রেখেছেন বাংলাদেশের সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। থিম্পুতে বাংলাদেশের নারী ফুটবলারদের জয়জয়কার চলছে। গোলের পর গোল করে সবার নজর কাড়ছেন বাংলাদেশি তারকারা। 

এবার একই পথে হেঁটে ভুটানের ক্লাবে খেলতে গেলেন বাংলাদেশ জাতীয় নারী দলের অন্যতম ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা। এই প্রথম দেশের বাইরে খেলতে গেলেন তিনি। তার দল ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব।

এই ক্লাবটির হয়েই এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন রিপা। রয়েল থিম্পু কলেজের হয়ে খেলতে গতকাল ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এখন থিম্পুতে অবস্থান করছেন রিপা। 

কাল বিমানে ওঠার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেন তিনি। বাংলাদেশের ১৩তম ফুটবলার হিসেবে ভুটানে গেলেন রিপা। প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের লিগে খেলতে দেশটিতে যান। এই চারজনই খেলছেন পারো এফসির হয়ে।

পরে মারিয়া মান্ডা, সানজিদা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র যান ভুটানে। থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। মাসুরা, রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। এছাড়া রয়্যাল থিম্পু কলেজে এবার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে খেলবেন শাহেদা আক্তার রিপা।