ঋষভ পান্তের প্রতি দুর্বল হেডেন কন্যা গ্রেস
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
আবারও আলোচনায় ভারতিয় ব্যাটসম্যান ও উইকেট কিপার ঋষভ পান্ত। এবার তাকে আলোচনায় এনেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস হেডেন। আর এ নিয়ে মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে।
গ্রেস হেডেন একজন ধারাভাষ্যকার। তিনি অস্ট্রেলীয় হলেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার তার বন্ধু।অনেক ক্রিকেটারের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে।
এবার ঋষভ পন্তের প্রশংসা করলেন গ্রেস। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর পন্ত চোট নিয়েও খেলেছেন। সেটাই মুগ্ধ করেছে গ্রেস হেডেনকে। তিনি এক সাক্ষাৎকারে জানালেন, ঋষভ পন্তের প্রতি দুর্বলতা রয়েছে তার।
ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেসকে প্রশ্ন করা হয়, ভাঙা পা নিয়ে পন্তের ব্যাটিং করাটাকে কীভাবে দেখছেন তিনি।
জবাবে গ্রেস বলেন, ‘পন্তকে নিয়ে আমার দুর্বলতা আছে। কারণ ওর চোট। আমি মনে করি, পন্ত যেভাবে কামব্যাক করেছে, লড়াই করেছে এবং এখন যে স্তরে খেলছে, তা অসাধারণ। ও মানুষ হিসাবে খুব শক্ত। ও হচ্ছে আসল গ্যাংস্টার।’
২০২২ সালে সালে সড়ক দুর্ঘটনায় পড়েন পন্ত। হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে চোট পান তিনি। একাধিক প্লাস্টিক সার্জারি হয় তার। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ফিরে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন।
