ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুশবু ছড়িয়ে ফিদে মাস্টার কিশোরীকন্যা খুশবু

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

খুশবু ছড়িয়ে ফিদে মাস্টার কিশোরীকন্যা খুশবু

খুশবু ছড়িয়ে ফিদে মাস্টার কিশোরীকন্যা খুশবু


দাবায় নতুন এক সম্ভাবনার আলো জ্বালালেন কিশোরী ওয়াসরিয়া খুশবু। মাত্র ১৩ বছর বয়সেই বিশ্ব দাবা ফেডারেশন (ফিদে) থেকে উইমেন ফিদে মাস্টার (ডব্লিউএফএম) খেতাব অর্জন করেছেন তিনি। এটি দেশের নারী দাবাড়ুদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। 

খুশবু ২১০০ রেটিং পয়েন্টের গন্ডি পেরিয়ে বর্তমানে ২১৪৫ রেটিংয়ে পৌঁছেছেন, যা তাকে বাংলাদেশের সক্রিয় নারী দাবাড়ুদের মধ্যে শীর্ষে তুলেছে। বর্তমানে ফিদেতে নিবন্ধিত এক হাজারের বেশি নারী দাবাড়ুর মধ্যে সক্রিয় ২০৫ জনের তালিকায় তিনি এগিয়ে সবার আগে।

২০১৭ সালে মাত্র পাঁচ বছর বয়সে ঢাকায় দাবা যাত্রা শুরু করে খুশবু ধাপে ধাপে উন্নতি করেন। ২০২৩ সালে এশিয়ান জোন ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়ে তিনি উইমেন ক্যান্ডিডেট মাস্টার (ডব্লিউসিএম) খেতাব অর্জন করেন। বাংলাদেশে রানি হামিদ, শামীমা আক্তার লিজা ও শারমিন সুলতানা শিরিনের মতো তারকা দাবাড়ুরা উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার (ডব্লিউআইএম) পর্যন্ত পৌঁছালেও এখনো কোনো নারী খেলোয়াড় উইমেন গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) হননি। দেশে ডব্লিউএফএম খেতাবধারী নারী খেলোয়াড়ও আছেন দশজনের কম, যা সেই স্বপ্নের মাত্র দুই ধাপ নিচে।

নতুন খেতাব পাওয়ার পর সোমবার ফেসবুকে খুশবু লিখেছেন, ‘এটা কেবল শুরু, আমি আরও দূর যেতে চাই, নিজের জন্য, বাংলাদেশের জন্য। আমার পরের লক্ষ্য উইমেন গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম)। আরও প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যাব, নতুন স্বপ্ন জয়ে নামব।’

তিনি বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ নৌবাহিনীর তার দল এবং যাত্রাপথে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।