ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:৫৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজশাহীতে দুই সন্তাসসহ এক দম্পত্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার

রাজশাহীতে দুই সন্তাসসহ এক দম্পত্তির মরদেহ উদ্ধার

রাজশাহীতে দুই সন্তাসসহ এক দম্পত্তির মরদেহ উদ্ধার

রাজশাহীর পবায় একটি বাড়ি থেকে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুই সন্তান ও স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী মিনারুল।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আব্দুল মালেক।

নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা খাতুন (২৮), তাদের সন্তান মাহিম (১১) ও দেড় বছরের শিশু মিথিলা।

মনিরুল মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি ঋণগ্রস্ত এবং অভাবের বিষয়টি উল্লেখ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আব্দুল মালেক বলেন, ‘ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে রওনা হয়েছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না।’ 

তিনি আরও বলেন,  ধারণা করা হচ্ছে— মনিরুল তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।  

স্থানীয় এক বাসিন্দা বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারের চারজন সদস্যই মারা গেছেন। এর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।

এদিকে ঘটনাস্থল থেকে দুই পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এতে মিনারুল লিখেছেন, আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋন আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারও কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারও কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।