রাজধানীর বাতাসের মানের ব্যাপক অবনতি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার
রাজধানীর বাতাসের মানের ব্যাপক অবনতি
দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে পড়ে আছে। আজ সকালেও শহরটির বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১১৮ স্কোর নিয়ে পঞ্চম নম্বরে অবস্থান করছে ঢাকা।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৭০ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আরব আমিরাতের দুবাই। ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উগান্ডার কামপালা। ১২২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
