বিশ্ব গেমসে ইরানের হয়ে তৃতীয় স্বর্ণজয়ী বাঘেরজাদে
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
বিশ্ব গেমসে ইরানের হয়ে তৃতীয় স্বর্ণজয়ী বাঘেরজাদে
ইরানের উশু অ্যাথেলট ইয়াসামান বাঘেরজাদে ২০২৫ বিশ্ব গেমসে স্বর্ণপদক জিতেছেন। তার প্রতিদ্বন্ধী ছিলেন চীনের হাইলান ঝু।
গত মঙ্গলবার বাঘেরজাদে নারীদের ৭০ কেজি ওজন শ্রেণীতে চীনের হাইলান ঝুকে ২-১ গোলে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন।
ব্রোঞ্জ পদকের ম্যাচে মিশরীয় মেনাল্লা আলি ব্রিটেনের ক্রিস্টা ডায়ারকে ২-০ গোলে পরাজিত করেন।
এর আগে মঙ্গলবার একই প্রতিযোগিতায় আরেক ইরানি উশু অ্যাথলেট সোহেইলা মানসুরিয়ান ব্রোঞ্জ পদক জিতেছেন।
বিশ্ব গেমসের ১২তম আসর ৭ আগস্ট চীনের চেংডুতে শুরু হয়েছে। চলবে আগামীকাল ১৭ আগস্ট পর্যন্ত।
