লোকাল বাসে বাসায় ফিরলেন প্রতিমন্ত্রী তারানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৩৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আভাষটা দিয়েছিলেন সকালে। বলেছিলেন এখন থেকে সাধারণ মানুষের মত বাসে চলাফেরা করবেন। সেই কথাই বাস্তবে রুপ দিলেন তিনি।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জিপিও মোড় থেকে ৬ নম্বর বাসে করে গুলশানে নিজের বাসায় রওনা হন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুরে অফিস শেষে জিপিও মোড় থেকে ছয় নম্বর বাসে করে গুলশানের বাসভবনে যান প্রতিমন্ত্রী।শুধু আজকের দিনই না। এখন থেকে প্রতিদিনই পাবলিক বাসে আসা-যাওয়া করবেন তারানা হালিম।
পাবলিক বাসে যাতায়াতের পর এক প্রতিক্রিয়ায় তারানা হালিম জানান, পাবলিক বাসে কেন উঠতে পারব না? আজ দুপুর ১২টায় উঠলাম। পুরানা পল্টন-তেজগাঁও-গুলশান রুটের বাস। আমাকে দেখে কী যে খুশি যাত্রীরা। কেউ অবাক হয়, কেউ সেলফি তোলে। কেউ বলে অনেক গরম, পারবেন তো? আমি বললাম, আপনারা পারলে আমিও পারব। সবার সঙ্গে কথা বলা, ছবি তোলা। খুব ভালো লাগল।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফেসবুকে একটা বাচ্চা লিখেছিল আমরা পাবলিক বাসে উঠি না কেন? উঠলাম বেটা। আর আজ থেকে প্রতিদিন অফিসে যাব পাবলিক বাসে, আর ফিরব পাবলিক বাসে। অ্যান্ড ইটস অ্যা প্রমিজ, যা আমি রাখব।
এর আগে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তারানা হালিম বলেন, পাবলিক বাসে চলাচল করবো।আমরা উঠলে যদি তারা (চালক) সচেতন হন। এটা আমরা নিজের একটা দেখার বিষয়, যে একটু দেখি।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের এ পদক্ষেপকে সবাই স্বাগত জানিয়েছেন। তিনি যদি এখন থেকে পাবলিক বাসে নিয়মিত অফিস করেন তাহলে বাংলাদেশের প্রথম কোন নারী মন্ত্রী প্রোটোকল ভেঙে একজন সাধারন মানুষের মত অফিসে যাতায়াত করবেন। তার এই পদক্ষেপ নি:সন্দেহে সম্মানের যোগ্য।
