ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৪৬৬
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০২ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার
ফাইল ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকায়, ১৩১ জন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩১ জন, ঢাকা বিভাগে ৫০, বরিশাল বিভাগে ৮৩, চট্টগ্রাম বিভাগে ৬০, খুলনা বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ৮, রাজশাহী বিভাগে ৬৬, রংপুর বিভাগে ৫ ও সিলেট বিভাগে ৬।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
