স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১০ পিএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
হ্যাপি বনিক।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হ্যাপি বণিক (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে হরিমঙ্গল আসার পথে ছয়গ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হ্যাপি বণিক ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকার রঞ্জিত বনিকের স্ত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রঞ্জিত বণিক তার স্ত্রী হ্যাপি বণিককে নিয়ে কুমিল্লায় চিকিৎসা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা কুমিল্লা - মিরপুর সড়কে আসার পথে ছয়গ্রাম এলাকায় একটি ব্রীজে ওঠার সময় দুর্ঘটনাবশত হ্যাপি বণিক স্বামী রঞ্জিত বণিকের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।
এ সময় তাহার মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হ্যাপি বণিক ২ ছেলে ও ১ মেয়ের মা।
