ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১৭:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইলিশের সরবরাহ বেশি হলেও দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইলিশের মৌসুম চলছে, বাজারে বেড়েছে সরবরাহ। কিন্তু দাম এখনও কমেনি। একটু কম দামে ইলিশ কিনে খাওয়ার জন্য এতদিন যারা এ মৌসুমের অপেক্ষায় ছিলেন, তাদের এখন হতাশ হতে হচ্ছে। 

রাজধানীর খুচরা বাজারে এক কেজির একটু বেশি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি, যা অনেকেরই ক্রয়ক্ষমতার বাইরে।

কারওয়ান বাজারে মাছ কিনতে আসা চাকরিজীবী সালমা আখতার বলেন, ইলিশের মৌসুম চলছে, দাম কমেছে শুনে এলাম। কিন্তু এখনও যে দাম চাইছে, তা অত্যাধিক বেশি। এত দাম দিয়ে ইলিশ কিনে খাওয়া আমাদের জন্য বিলাসিতা হয়ে যাবে। কিনবো না।

তবে ইলিশের দাম আগের চেয়ে কমেছে জানিয়ে কারওয়ান বাজারের মাছ বিক্রেতা আবদুল রহমান বলেন, এক কেজির একটু বেশি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৫০০ টাকা বিক্রি করছি। প্রকারভেদে ২ হাজার ৬০০ টাকাও বিক্রি করছি। আগে এগুলো ৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। আর এক কেজির একটু কম ওজনেরগুলো ২ হাজার ২০০ টাকা কেজি বিক্রি করছি।

জুলাই ও আগস্টকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়ে থাকে। এ সময় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। এতে সরবরাহ বাড়লে স্থানীয় ঘাট থেকে শুরু করে রাজধানীর বাজারেও মাছটির দাম কমে আসে। তাই বছরের অন্য সময়ের চেয়ে এ মৌসুমে কম দামে ইলিশ কিনে খাওয়া অপেক্ষায় থাকেন 
ভোক্তারা। কিন্তু এবার হাতাশ হতে হয়েছে তাদের। কারণ, বর্তমানে দাম কমার পরও যে দামে বিক্রি হচ্ছে, তাতে অনেকের পক্ষেই কিনে খাওয়া কঠিন। ইলিশের বাজার চিত্র বলছে, গত বছরের একই মৌসুমের চেয়ে এবার দাম অনেকখানি বাড়তি রয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর এমন সময় রাজধানীর খুচরা বাজারে যে ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন বিক্রি হচ্ছে ২ হাজার টাকা। সংস্থাটির হিসাবে গত বছরের চেয়ে বর্তমানে প্রায় ২১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।

ইলিশের আড়তদাররা জানান, এবার জালে কম মাছ ধরা পড়ছে। তাই দাম এখনও কাক্সিক্ষত পর্যায়ে কমেনি। চাঁদপুরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের ইলিশ ব্যবসায়ীরা বলেছেন, বছরের এমন সময় ঘাটে ইলিশের আমদানি কয়েক গুণ বেড়ে যায়। সেখানে এ মৌসুমে খুবই কম বেড়েছে। তাই দামে এখনও স্বস্তি মিলছে না।