আবারও লাওসে গেলেন নারী পাঁচ ফুটবলার
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৪ এএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
সপ্তাহ দুয়েকও হয়নি লাওসে ছিলেন আফঈদা খাতুনরা। সেখানে মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফেরেন তারা। গতকাল বৃহস্পতিবার লাওসে পৌঁছেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ডিফেন্ডার আফঈদা।
তার সঙ্গে গেছেন মিডফিল্ডার স্বপ্না রানী, ফরোয়ার্ড তহুরা খাতুন, শামসুন্নাহার ও শাহিদা আক্তার রিপা। তাদের মধ্যে শুধু আফঈদা ও স্বপ্নার নিবন্ধন হয়েছে ভুটানের ক্লাবে খেলার জন্য।
তবে এবারের যাওয়া তাদের ভিন্ন কারণে। ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে খেলবে তারা। গত বছর থিম্পুতে খেলেছে তারা। এবার তাদের খেলা পড়েছে লাওসে।
এদিকে বাংলাদেশ দুবার সাফ চ্যাম্পিয়ন হলেও এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না। অথচ, ভুটানের ক্লাব খেলছে প্রতি বছর। গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। সাবিনা খাতুন নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি।
লাওসে এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলেই দেশে ফিরবেন আফঈদা ও স্বপ্না। ব্যস্ত সময় পার করবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী বছর এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিবে বাংলাদেশ। বাকি তিন ফুটবলার অবশ্য ভুটানের ঘরোয়া লিগ খেলবেন। যা নভেম্বর পর্যন্ত চলার কথা। রয়্যাল থিম্পু কলেজ গত আসরের লিগ চ্যাম্পিয়ন।
প্রসঙ্গত, নারী সাফের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দেশের নারী ফুটবলেও নতুন জাগরণ তৈরি হয়েছে। কিন্তু এখনো নারীদের ক্লাব ফুটবল প্রাতিষ্ঠানিক রূপ তো দূরে থাক, নিয়মিত লিগই আয়োজন হয় না বাংলাদেশে। অথচ ভুটানে নিয়মিত আয়োজন হচ্ছে লিগ। যেখানে বাংলাদেশের নারী ফুটবলারদের বড় একটা সংখ্যা অংশও নিচ্ছে।
নিজেদের সেই লিগ ছাপিয়ে প্রতিবছর দেশটি থেকে ক্লাবগুলো অংশ নিচ্ছে এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নশিপেও। টুর্নামেন্টের গত আসরেও বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।
