ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:৪৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পঞ্চগড় সীমান্তে ৫ নারীকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

পরে ওই পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দেয়া হয়। ফেরত দেয়া নারীরা হলেন–জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)।

তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, তারা এক বছর ধরে ভারতের গুজরাটে বাসা বাড়ি ও পার্লারে কাজ করতেন। ৪/৫ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে আসে। সেখানে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তুলে দেয়। বিজিবি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ৫ জনকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।