এবার মেলানিয়াকে তুরস্কের ফার্স্ট লেডির খোলা চিঠি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১২ এএম, ২৪ আগস্ট ২০২৫ রবিবার
এবার মেলানিয়াকে তুরস্কের ফার্স্ট লেডির খোলা চিঠি
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান এক খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে গাজার শিশুদের প্রতি মানবিক সহানুভূতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।
চিঠিতে তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতির কথা উল্লেখ করেন। এমিনে এরদোগান লিখেছেন, ইউক্রেন যুদ্ধের শিশুদের জন্য মেলানিয়ার সহমর্মিতা যেমন বিশ্বে আশা ছড়িয়েছে, গাজার জন্যও একই ভূমিকা রাখা জরুরি।
তিনি বলেন, প্রতিটি শিশুরই অধিকার রয়েছে নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশে বেড়ে ওঠার, যা কোনো ধর্ম, জাতি বা রাজনৈতিক সীমারেখায় আটকে রাখা উচিত নয়।
গাজার পরিস্থিতি নিয়ে তিনি লিখেছেন, হাজারো শিশু পরিচয়হীন অবস্থায় কবরস্থ হচ্ছে, যাদের কফিনে কেবল লেখা থাকে—‘অজ্ঞাত শিশু’। এই বাস্তবতাকে ইউনিসেফ ‘পৃথিবীর ওপর নরক আর মাটির নিচে শিশুদের কবরস্থান’ হিসেবে আখ্যা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এমিনে এরদোগান মেলানিয়াকে অনুরোধ করেন, যেন তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়ে গাজায় মানবিক বিপর্যয় থামানোর আহ্বান জানান। তার মতে, মেলানিয়ার কণ্ঠ ফিলিস্তিনের শিশুদের রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত আঠারো হাজারের বেশি শিশু নিহত হয়েছে, তবে এখনো এক মিলিয়নের বেশি শিশু বেঁচে আছে—যাদের রক্ষা করা সম্ভব।
শেষে এমিনে এরদোগান লিখেছেন, ‘একজন নারী, একজন মা এবং একজন মানুষ হিসেবে আমি আপনার আবেগের সঙ্গে একাত্ম। আমি বিশ্বাস করি, আপনি গাজার শিশুদের জন্যও আশার বার্তা তুলে ধরবেন।’
