ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১:৫০:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ২৪ আগস্ট ২০২৫ রবিবার

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত ৬৩

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত ৬৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও ছিলেন।এছাড়া একই দিনে অনাহারে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। 

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজাজুড়ে ইসরাইলি হামলায় একদিনে আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে ইসরাইলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা।

শনিবার আল জাজিরা অ্যারাবিক যে ফুটেজ পেয়েছে তাতে দেখা যায়, ইসরাইলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সাবরা এলাকার কাছেই অবরুদ্ধ জায়তুন পাড়া। এই এলাকাটিকেই গত এক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী বারবার হামলার লক্ষ্যবস্তু করছে। 

গাজার আল-আহলি হাসপাতালের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, সাবরায় সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে। এর আগে শনিবার সকালে আসদা এলাকায় গোলাবর্ষণে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, মোট মৃতদের মধ্যে ১১৪ জন শিশু। 

তিনি আরও বলেন, ‘ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষের দেহকে ক্ষতবিক্ষত করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে, আর প্রতিদিন তাবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।’