মানিকগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
প্রতীকী ছবি।
মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১৫ জন রোগী শনাক্ত হয়েছে । এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩৬ ।
আজ সোমবার (২৫ আগস্ট) মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর ফলে এ বছর জেলায় সর্বমোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ৫৩৬।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন, এবং গত ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
