যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত মানবদেহে মিলল ‘স্ক্রুওয়ার্ম’
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
যুক্তরাষ্ট্রে এবার নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (মাংস ভক্ষণকারী পরজীবী) ভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ মিলল। রবিবার মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এই তথ্য জানিয়েছে। আর এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই গবাদি পশুপালক, মাংস উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার বিষয়ে এইচএইচএসের মুখপাত্র অ্যান্ড্রু জি. নিক্সন জানিয়েছেন যে, মেরিল্যান্ড স্বাস্থ্য বিভাগ, মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলি এই মামলাটি তদন্ত করেছে। ৪ অগস্ট সিডিসি দ্বারা এটিকে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম হিসাবে নিশ্চিত করেছে। তবে এই রোগের আক্রান্ত হয়েছে একটি ব্যক্তি, যিনি এল সালভাদোর ভ্রমণ থেকে ফিরে এসেছিলেন।
এর আগে, গরুর মাংস শিল্পের সূত্রগুলি দাবি করেছিল যে, সিডিসি মেরিল্যান্ডের একজন ব্যক্তি নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মে আক্রান্ত হয়ে গুয়াতেমালা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরেছেন।
খবরটি জানাজানি হওয়া মাত্রই এই খবর গবাদি পশুপালক, মাংস উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ স্ক্রুওয়ার্মটি মধ্য আমেরিকা এবং দক্ষিণ মেক্সিকো থেকে উত্তর দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে।
প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে। স্ক্রুওয়ার্মের প্রাদুর্ভাব হলে টেক্সাসের ১.৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। এই ক্ষতির মধ্যে রয়েছে পশুর মৃত্যু, শ্রম খরচ এবং ওষুধের খরচ রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই মেরিল্যান্ডে মানুষের কাছে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। পরে, মেরিল্যান্ড রাজ্য সরকারের একজন কর্মকর্তাও এই ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে, মেরিল্যান্ড স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের একজন প্রাণিসম্পদ অর্থনীতিবিদকে রোলিন্সের জন্য একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল, যেখানে নভেম্বর থেকে মেক্সিকান গবাদি পশুর জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার ফলে শিল্পের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছিল।
সিডিসিকে মেরিল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তা এবং মেরিল্যান্ড রাজ্যের পশুচিকিৎসকদের কাছে পজিটিভ কেসটি রিপোর্ট করতে বলা হয়েছিল, এবং অন্যান্য কৃষি অংশীদারদেরও অবহিত করা হয়েছিল।
স্ক্রুওয়ার্ম কী?
স্ক্রুওয়ার্ম হল পরজীবী মাছি যাদের স্ত্রী মাছি যেকোনও উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে লার্ভা বের হওয়ার পর, তারা শত শত জীবন্ত মাংস খেতে শুরু করে, যার ফলে চিকিৎসা না করা হলে প্রাণীর মৃত্যু হয়। এই কৃমিগুলোর খাবারের ধরণ দেখেই এই নামকরণ করা হয়েছে। শত শত লার্ভা অপসারণ করে এবং ক্ষত পরিষ্কার করে এদের চিকিৎসা করা হয়।
