কুয়াকাটায় এক ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৬ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
কুয়াকাটায় মাসুম মিয়া নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এ মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮০ টাকায়।
আজ সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে রব্বানী ফিসে নিয়ে এলে নিলাম ডাকে মাছটির দাম ৬ হাজার ৮০ টাকায় কিনে নেয় সততা ফিস।
রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক রুবেল হোসেন জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম আজ বিকালে জাল তুলতে গেলে এই মাছটি তার জালে ধরা পড়ে। মেয়র বাজার নিয়ে আসার পরে ইলিশটি নিলামে ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়।
সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ আলী বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি মাছটি নিলামের মাধ্যমে কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। এ রকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি।
