ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনার বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। 

বিচারপিত মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে গতকাল সোমবার অস্টম দিনের সাক্ষ্যদেন চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী, একই হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলাসহ পাঁচজন। তারা জানান, আন্দোলনে আসা রোগীদের ৪৯৩ জন ১ চোখ হারিয়েছেন, ১১ জন ২ চোখ হারিয়ে পুরোপুরি অন্ধত্ব বরণ করেন।