বাড়িতে পুরুষের তুলনায় নারীরা ৪ গুণ বেশি কাজ করে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০২ পিএম, ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার
প্রতীকী ছবি।
নিজ বাড়ির কাজের ক্ষেত্রে নারীরা এখনও পুরুষদের তুলনায় বহুগুণ বেশি দায়িত্ব পালন করছেন। ১৫ থেকে ২৪ বছর বয়সী এক্ষেত্রে বেশি সময় দেয়। অথচ ঘরে কাজের চাপ কম হলে তারা উৎপাদনশীল কাজ করার সুযোগ পেতে পারে।
এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে। রাজধানীর আগারগাঁওয়ে সোমবার (২৫ আগস্ট) এই সেমিনার আয়োজন করা হয়।
এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা উপদেষ্টা সাজেদা আমিন। সেমিনারের শিরোনাম ছিল ‘কেয়ার রেসপনসিবিলিটি অ্যান্ড উইমেন ওয়ার্ক ইন বাংলাদেশ’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের নারী বিভাগের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা এবং সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক।
মূল প্রবন্ধে দেখা গেছে, নারীরা সাপ্তাহিকভাবে প্রায় বিশ ঘণ্টা গৃহস্থালি কাজে যুক্ত থাকেন, যেখানে সমবয়সী পুরুষদের সময় মাত্র পাঁচ ঘণ্টা। তবে যৌথ পরিবারে বসবাসকারী নারীদের ক্ষেত্রে কাজের চাপ তুলনামূলকভাবে কম হওয়ায় তাদের উৎপাদনশীল কাজে অংশগ্রহণের সুযোগ বাড়ে।
মূল প্রবন্ধে আরও বলা হয়, বিশেষ করে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণী নারীরা গৃহস্থালি কাজে বেশি সময় ব্যয় করেন।
আলোচনায় অংশ নিয়ে বিআইডিএস মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, পোশাক শিল্পের নারীকর্মীরা অনেক সময় কর্মস্থলে যেতে দীর্ঘ পথ পাড়ি দেন। এ কারণে তারা শিশুদের সঙ্গে নিয়ে যেতে পারেন না। ফলে বহু শিল্প এলাকার দিবাযত্ন কেন্দ্রগুলো ব্যবহারহীন অবস্থায় পড়ে থাকে।
এছাড়া বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান বলেন, নারীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
প্রবন্ধ উপস্থাপনকালে সাজেদা আমিন জানান, যৌথ পরিবারের নারীরা একক পরিবারের তুলনায় গৃহস্থালি কাজে প্রায় তিন ঘণ্টা কম সময় দেন। ফলে উৎপাদনশীল বা আয়মুখী কাজে তারা অতিরিক্ত দুই ঘণ্টা সময় ব্যয় করতে পারেন।
তিনি বলেন, বর্তমানে নতুন কর্মসংস্থান তুলনামূলক কম তৈরি হচ্ছে এবং যে অল্প সুযোগ তৈরি হয়, তা অনেকাংশে পুরুষরা নিয়ে নিচ্ছেন। তাই প্রযুক্তিনির্ভর আধুনিক খাতগুলোতে নারীদের অন্তর্ভুক্তি বাড়ানো জরুরি।
