নির্বাচন কমিশনকে ‘বিজেপির ললিপপ’ বললেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি ফের তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিও সুর চড়ালেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার প্রশাসনিক সভায় মঙ্গলবার তিনি বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয়ে সরব হন।
মুখ্যমন্ত্রী বলেন, একশো দিনের কাজ, আবাস যোজনা, পরিস্রুত পানীয় জল প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না। সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই আমাদের উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট এলেই এনআরসির ধুঁয়ো তোলা হয়। নির্বাচন কমিশনকে প্রণাম। বিজেপির ললিপপ হবেন না। তা না হলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। কেন্দ্রের প্রসঙ্গ তুলে বলেন, বলা হচ্ছে, এখানে নাকি সবাই বাংলাদেশি। আপনারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে বাংলা আর পাঞ্জাবকে ভাগ করেছেন। আমরা তো বাংলাদেশ তৈরি করিনি। তোমরা করেছো।
কেন্দ্রীয় সরকারের প্রতি তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে চোর বলা হচ্ছে। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর। বাংলাকে অপমান করার জন্য এখানে একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছে। তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তারপরও বাংলাকে নম্বর দেওয়া হচ্ছে না। ভোট আসতেই পরিযায়ী পাখির মতো আসা শুরু হয়ে গিয়েছে। আমি বলছি, রোজ আসুন।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলা মাথা নত করে না। আমরা এখনও পর্যন্ত গ্রামাঞ্চলে ছিয়াত্তর শতাংশ বাড়িতে ও শহরাঞ্চলে আটাত্তর শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পেরেছি। এই কাজের জন্য আমাদের পাওনা টাকা কেন্দ্র দিচ্ছে না। আবাস যোজনার টাকা দিচ্ছে না। আমরা নিজেদের উদ্যোগে বাড়ি তৈরির কাজ চালিয়ে যাচ্ছি।
