ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন মিতালি রাজ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মিতালি রাজ, ভারতীয় নারী ক্রিকেট দলের সফল অধিনায়ক। এবার অধিনায়ক হিসেবে নতুন ইতিহাস গড়লেন মিতালি। সবচেয়ে বেশিসংখ্যক ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

 

ভারতীয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিতালি।

 

মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে নেতৃত্ব দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন মিতালি।

 

এই মাইলফলক ম্পর্শ করার মধ্য দিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে পেছনে ফেলেছেন মিতালি। ইংলিশদের হয়ে ১১৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শার্টল।

 

নারী ক্রিকেটার হিসেবে ১০১টি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বেলিন্ডা ক্লার্ক।

 

ভারতের হয়ে ১৯৫টি ওয়ানডে ম্যাচ খেলা মিতালির নেতৃত্বে ৭২টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ভারত। হেরেছে ৪৩টি ম্যাচে। এছাড়াও বিশ্বের অন্যতম সেরা এই অধিনায়কের নেতৃত্বে দুই বার বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল ভারতীয় নারী ক্রিকেট দল।