আফগান নারীদের তিন মিলিয়ন ডলার অনুদান দেবেন মালালা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
মালালা ইউসুফজাই
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানে নারীর অধিকার পুনরুদ্ধার ও কিশোরী মেয়েদের শিক্ষার প্রসারে ৩ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার দাতব্য সংস্থা ‘মালালা ফান্ড’ এর আফগানিস্তান ইনিশিয়েটিভ এর আওতায় এই অর্থ অনুদান আকারে বিতরণ করা হবে।
মালালা লিখেছেন, গত চার বছর ধরে তালেবান ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে।
তিনি আরও জানান, এ অনুদানের মাধ্যমে নারী নেতৃত্ব, মানবাধিকার রক্ষাকারী কর্মীদের সহায়তা এবং মেয়েদের শিক্ষার সুযোগ ধরে রাখার উদ্যোগকে সমর্থন দেওয়া হবে।
মালালা ফান্ড আফগানিস্তানে নিম্নলিখিত ১০টি সংস্থার সঙ্গে কাজ করবে—
এডুকেশন ব্রিজ ফর আফগানিস্তান: ১০ হাজার আফগান মেয়েকে ডিজিটাল শিক্ষাদক্ষতা ও উচ্চমাধ্যমিক সনদ পেতে সহায়তা করছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিচ্ছে।
ডিফেন্ডারস অব ইক্যুয়ালিটি, ফ্রিডম অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ফর উইমেন: আফগান নারীদের অভিজ্ঞতা নথিভুক্ত করছে এবং বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক বৈষম্যকে ‘জেন্ডার অ্যাপারথেইড’ হিসেবে স্বীকৃতির জন্য প্রচার চালাচ্ছে।
আফগানিস্তান অ্যাকাউন্টেবিলিটি কালেক্টিভ: আফগান নারীদের নেতৃত্বাধীন একটি সংগঠন, যারা আন্তর্জাতিক আইনে জেন্ডার অ্যাপারথেইডকে অপরাধ হিসেবে স্বীকৃত করার পক্ষে সোচ্চার।
সেন্টার ফর ডায়ালগ অ্যান্ড প্রোগ্রেস—জেনেভা: নীতি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য তালেবান সরকারকে জবাবদিহি করতে চাপ দিচ্ছে।
রুখশানা মিডিয়া: ইংরেজি, ফারসি ও দারিতে সংবাদ প্রকাশ করে আফগান নারীদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। একই সঙ্গে তরুণী সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছে।
আর্টলর্ডস: প্রবাসী আফগান শিল্পীদের একটি সংগঠন, যারা দেয়ালচিত্রের মাধ্যমে নারীর অধিকারের সংগ্রাম তুলে ধরছে।
উইমেন অ্যান্ড চিলড্রেন রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি নেটওয়ার্ক: কানাডা ও আফগানিস্তানভিত্তিক কর্মীরা লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এবং জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে আফগান নারীর অধিকারের পক্ষে সক্রিয় হতে উৎসাহ দিচ্ছেন।
রাওয়াদারি: তালেবান সরকারের লিঙ্গবৈষম্যের শিকার নারীদের নিয়ে ইতালির পার্মানেন্ট পিপলস’ ট্রাইব্যুনালে একটি ফোরাম আয়োজন করছে।
আফগানস ফর এ বেটার টুমরো: যুক্তরাষ্ট্রে বসবাসরত আফগানদের সহায়তা করছে এবং আন্তর্জাতিক মহলকে জেন্ডার অ্যাপারথেইড বিরোধী কাঠামো গ্রহণে উদ্বুদ্ধ করছে।
মালালা দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানে মেয়েদের শিক্ষার পক্ষে সোচ্চার। এ বছর তিনি তানজানিয়ায় স্থানীয় স্কুলশিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন।
