মেয়েদের সাফ ফুটবল : ‘এ’ গ্রুপে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
গতবার শক্তিশালী ভারতের গ্রুপে খেলতে হয়েছিল বাংলাদেশকে। এবার তাদের গ্রুপে নেই ভারত। আগামী ১৭ থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পড়েছে গ্রুপ এ তে।
সাবিনা-কৃষ্ণাদের গ্রুপে আরও আছে নেপাল, ভুটান ও পাকিস্তান। অন্যদিকে গ্রুপ বি-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আসন্ন সাফ আসরের সম্ভাব্য ভেন্যু শ্রীলঙ্কা।
গতবার ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। আর গ্রুপ পর্যায়ের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
এবারের গ্রুপ দেখে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,এবার আমাদের গ্রুপে ভারত নেই। তবে আমাদের ম্যাচ বেশি খেলতে হবে। এর জন্য আমরা প্রস্তুত আছি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আমরা সেমিফাইনাল খেলতে চাই।
