ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১:৫২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্নসাইটে নিজের ছবি দেখে ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রতি ক্ষুব্ধ হয়েছেন একটি পর্নসাইটে নিজের ও অন্যান্য নারীদের ছবি প্রকাশিত হওয়ার ঘটনায়। তিনি বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এ ধরনের ঘটনা ঘটানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন।

পর্নসাইটে মেলোনির ছবি ছাড়াও তার বোন আরিয়ানা ও বিরোধীদলীয় নেতা এলি শাখলিনের ছবিও পাওয়া গেছে। 

সাইটটির ব্যবস্থাপনা দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাইট বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ হলো, ছবিগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যৌনতা ও অশ্লীল লেখা সংযোজনের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম কোরিরে দেলা সেরাকে বলেছেন, যা হয়েছে তা নিয়ে আমি ক্ষুব্ধ। যেসব নারীর ছবি আপ করা হয়েছে এবং যারা এতে অপমানিত ও লাঞ্চিত হয়েছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি।

তিনি আরও বলেছেন, এটি দুঃখজনক যে, ২০২৫ সালেও কিছু মানুষ আছে যারা নারীর সম্মানকে পদদলীত এবং অশ্লীলভাবে অপমান করা স্বাভাবিক ও বৈধ বলে মনে করে।

২০০৫ সালে চালু হওয়া এই সাইটের বিরুদ্ধে অতীতে অনেক নারী অভিযোগ জানিয়েছেন। কিন্তু এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মেলোনি এই ঘটনায় দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এসব ছবি আপ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপমান আর চলতে দেওয়া হবে না।

এ ঘটনায় ইতালিতে নারী নিরাপত্তা ও ডিজিটাল সম্মানের বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে। সরকারও প্রতিশ্রুতিবদ্ধ যে, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রম রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। 

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান