ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২৩:২৩:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রাইজমানিতে পুরুষদের ছাড়িয়ে গেল নারী ক্রিকেট বিশ্বকাপ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পুরুষদের চেয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি বেশি নির্ধারণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নারী ক্রিকেটে আর্থিক নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে শুরু হতে যাওয়া আট দলের নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ধরা হয়েছে ১৩ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

এছাড়াও আসন্ন বিশ্বকাপে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানির চেয়ে ২৯৭ শতাংশ বেশি। ঐ আসরে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মার্কিন ডলার। যা গতবারের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। ২০২২ সালে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।

এবার রানার্স-আপ দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। যা গতবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি।

এবার দুই সেমিফাইনালিস্ট পাবে ১ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার।

গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার করে। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দলগুলো পাবে ৭ লাখ মার্কিন ডলার করে।

সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। অংশ নেওয়া প্রতিটি দল অন্তত আড়াই লাখ মার্কিন ডলার করে পাবে।

আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারী ক্রিকেটে আর্থিক নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা এটিকে নারী ক্রিকেটের ‘সমতা ও স্বীকৃতির পথে বড় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।

এই নজিরবিহীন সিদ্ধান্ত নিঃসন্দেহে নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা।