ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফের বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দর বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

এছাড়া—
• ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১৩৯৯ টাকা, নতুন দাম ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা।
• ১৮ ক্যারেট স্বর্ণে বেড়েছে ১১৫৭ টাকা, নতুন দর ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা।
• সনাতন পদ্ধতির স্বর্ণে বেড়েছে ১০১৫ টাকা, নতুন দাম ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।

উল্লেখ্য, এর আগেও গত ২৭ আগস্ট ও ৩১ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

চলমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় চাহিদা অনুযায়ী স্বর্ণের দাম বারবার সমন্বয় করছে বাজুস।