ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫৩:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডাকসু নির্বাচন

রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি এক ছাত্রের

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারী ছাত্রীকে ফেসবুক পোস্টে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল। এদিকে ওই শিক্ষার্থীর বিচারের দাবি জানিয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রশিবির।

সোমবার (১ সেপ্টেম্বর) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর ওই শিক্ষার্থী ফেসবুকে এই হুমকি দেন। তিনি হলেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’

ওই শিক্ষার্থী পরে একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন দাবি করেছেন। তবে তার ফেসবুকের পূর্বের পোস্টগুলোতে জামায়াতের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। সেসময় তিনি ফেসবুক কমেন্টে নিজেকে শিবির সমর্থক বলে পরিচয় দিয়েছেন। 

অন্যদিকে রিটকারী ওই ছাত্রী বি এম ফাহমিদা আলম তিন বামসংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন। সোমবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ফাহমিদা বলেন, এস এম ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং তাঁর পদত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিষিদ্ধ ছাত্রলীগে জড়িত থাকায় তার প্রার্থিতা নিয়ে তিনি অভিযোগ আনেন।

এস এম ফরহাদের সাথে ব্যক্তিগত কোনো বিরোধিতার জায়গা থেকে এই রিট করা হয়নি জানিয়ে তিনি বলেন, এটি এখন আদালত থেকেই মীমাংসিত হবে। কিন্তু এই রিট করার পর থেকে আমি নানা রকম বট অ্যাকাউন্ট থেকে বুলিংয়ের শিকার হচ্ছি। 

গণধর্ষণের হুমকি দেওয়া ওই শিক্ষার্থীর এমন পোস্টের প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে এজিএস প্রার্থী আশরেফা খাতুন লেখেন, আমরা একটা সহনশীল ক্যাম্পাস নির্মাণে কাজ করছি। অথচ ক্যাম্পাসের একটা মেয়েকে রাজনৈতিক কারণে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। এই ছেলেকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

একই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, গণধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না। 

আলী হোসেনের গণধর্ষণের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার করে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা লিখেছেন, রিট করার জন্য গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার আলী হোসেনের নেই। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে সেটাও হতে হবে যথাযথ প্রক্রিয়ায়।

এ ঘটনায় এস এম ফরহাদ বলেছেন, সে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নয়। যাঁরা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। তারা আলী হুসেনের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন শিবিরের জিএস প্রার্থী ফরহাদ। 

এ দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতা নিয়ে রিট আবেদনকারীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্য গণধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও নাছির উদ্দিন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।