ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে প্রকাশ্য রাস্তায় তরুণীকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে, লিভ-ইন সম্পর্কের জটিলতা আর প্রতিশোধপরায়ণ মানসিকতার বলি হয়ে প্রাণ হারালেন বনজাক্ষী নামে এক তরুণী। 

গত রবিবার সন্ধ্যায় সিলিকন ভ্যালি এলাকায় প্রকাশ্য রাস্তায় তাকে জ্যান্ত পুড়িয়ে দেয় তার প্রেমিক বিতাল, পেশায় ক্যাব চালক এই ব্যক্তি ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, চার বছর আগে পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক পরিণত হয় সহবাসে, কিন্তু সেখানে সুখের চেয়ে দুঃখই ছিল বেশি। বিতালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রায়ই মদ্যপ অবস্থায় বনজাক্ষীকে শারীরিকভাবে নির্যাতন করার, এমনকি যৌন নির্যাতনের কথাও শুনেছে প্রতিবেশীরা। 

বিতাল তিনবার বিয়ে করেছে এর আগে, অন্যদিকে বনজাক্ষীরও দুটি ব্যর্থ বিবাহিত জীবন ছিল, কিন্তু নতুন সম্পর্কে এসে স্থায়িত্ব খুঁজে পাননি। সম্প্রতি তিনি আলাদা হয়ে যান এবং ঘনিষ্ঠ হন মারিয়াপ্পা নামের এক সংগঠনের কর্মীর সঙ্গে। এ নিয়ে বিতালের মনে জন্ম নেয় প্রবল হিংসা ও প্রতিশোধের আগুন। 

রোববার বিকালে পূজা সেরে ফেরার সময় মারিয়াপ্পার সঙ্গে বনজাক্ষীর গাড়ি সিগন্যালে থামতেই সেখানে হাজির হয় বিতাল, সে মুহূর্তের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বনজাক্ষীর গায়ে, ভয়ে পালিয়ে যায় মারিয়াপ্পা ও চালক। দগ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বনজাক্ষী, চিৎকার শুনে দৌড়ে আসেন পথচারী ও ট্রাফিক পুলিশ, তারা আগুন নেভানোর চেষ্টা করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাকে। কিন্তু শরীরের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি, সোমবার ভোরেই মৃত্যু হয় তার। 

পুলিশের বক্তব্য অনুযায়ী, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ আগেই হুমকি দিয়েছিল বিতাল যে বনজাক্ষী যদি তার না হয় তবে অন্য কারও হবে না। 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কে কলহ চলছিল, আলাদা হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও তীব্র হয়। হত্যাকাণ্ডের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় সমাজে, নারী অধিকার কর্মীরা বলছেন এটি কেবল একটি ব্যক্তিগত ঘটনা নয় বরং সমাজের নারীর প্রতি সহিংস মানসিকতার বহিঃপ্রকাশ। 

ভারতের আধুনিক নগরী হিসেবে পরিচিত বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড ঘটায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। নারী নির্যাতন ও প্রতিশোধমূলক খুন ঠেকাতে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি তুলেছেন অনেকে। 

ভারতের বেঙ্গালুরুর এ ঘটনা তাই শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং দক্ষিণ এশিয়ার সমাজজুড়ে নারীর প্রতি সহিংসতার নতুন এক প্রতিচ্ছবি, যা আবারও প্রশ্ন তুলেছে নারীরা সত্যিই কতটা নিরাপদ।