পানিরপাত্র স্পর্শের অপরাধে দলিত শিশুকে নির্মম নির্যাতন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
ভারতের রাজস্থানের বারমের জেলায় শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। আট বছরের দলিত একটি শিশুকে পানির পাত্র স্পর্শ করার অপরাধে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে নৃশংসভাবে মারধর করা হয়েছে।
ছেলেটির পরিবার জানিয়েছে, গত শুক্রবার নর্নারান প্রজাপাত এবং ডেমরাম প্রজাপাত নামের দুই ব্যক্তি ছেলেটিকে একটি বাথরুম এবং আবর্জনা পরিষ্কার করতে বলে। আদেশ পালন করার পর শিশুটি নিজেকে পরিষ্কার করার জন্য পানির পাত্র স্পর্শ করে। আর এতেই শুরু হয় নির্মম নির্যাতন।
ছেলেটির মা পুরি দেবী বলেন, “লোকগুলো তাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে একটি গাছের সাথে উল্টো করে বেঁধে নির্মমভাবে মারধর করতে থাকে।”
তিনি আরও বলেন, শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে এবং তার শাশুড়িকেও মারতে আসে। তাদের এক আত্মীয় ঘটনাটির ভিডিও রেকর্ড করা শুরু করলে অভিযুক্তরা মারধর বন্ধ করে।
পুলিশ ৩০ আগস্ট এই তিন ব্যক্তি, নর্নারান প্রজাপাত, ডেমরাম প্রজাপাত এবং রুপারাম প্রজাপাতের নামে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে গুরুতর আঘাত, অবৈধ আটক এবং অপহরণের ধারায় এবং একই সাথে এসসি/এসটি আইনের বিধান অনুযায়ী একটি এফআইআর (এফআইআর) দায়ের করেছে। তাদের মধ্যে একজনকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে এবং পরে অন্য দুজনকেও আটক করা হয়েছে।
