বেড়েছে কাঁচা মরিচের দাম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৭:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে কাঁচা মরিচের দাম। গেল সপ্তাহে মরিচের দাম কমে গেলেও চলতি সপ্তাহের শুরু থেকেই মরিচের দাম বাড়তে থাকে। আজকের মরিচের ঝাঝ অনেকটাই বেশি।
রোববার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া, মধ্যবাড্ডা, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বাজার ঘুরে দেখা গেছে, মান ও বাজার ভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। প্রতি ২৫০ গ্রাম বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।
ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচ গত সপ্তাহে ৫০ টাকার নিচে নেমে আসে। কিন্তু হঠাৎ করে মরিচের দাম আবারও বেড়ে গেছে।
শান্তিনগর বাজারের ব্যবসায়ী জাহিদ মিয়া বলেন, গত সপ্তাহে যে কাঁচা মরিচ ৪০ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি করেছি, আজ তা ৮০ টাকা। বাজারে মরিচের সরবরাহ কমার কারণে দাম বেড়েছে।
মধ্য বাড্ডা ব্যবসায়ী মো. হাছান বলেন, শুক্রবার মরিচ বিক্রি করেছি ১৫ টাকা পোয়া। আজ আড়তে গিয়ে দেখি মরিচের দাম আরও বেড়ে গেছে। আড়ত থেকে বেশি দামে আমরা কিনে আনছি। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
দাম অপরিবর্তিত রয়েছে অধিকাংশ সবজির। শীতকালীন সবজি শিমের দাম কিছুটা কমেছে। শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। বাজারের পাকা টমেটোর দাম অপরিবর্তিত রয়েছে। বাজার ভেদে ৭০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো। গাজর বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। ছোট আকারের প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। পাতাকপির প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।
বাজার ভেদে বেগুন বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি। বরবটি ৫০-৬০ টাকা, চিচিঙ্গা, পটল, ঝিঙা, ধুন্দল, কাকরোল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। পেঁপে আগের মতো ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে করলা। ঢেঁড়শ পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকা কেজির মধ্যে।
দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি।
বাজারে বিভিন্ন ধরনের মাছের মধ্যে কৈ ১৫০ থেকে ২০০ টাকা, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা, কৈ ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম আগের মতই।
ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সাদা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা কেজি। খিলগাঁওয়ের মুরগি ব্যবসায়ী মাহবুব বলেন, ঈদের পর থেকেই ব্রয়লার মুরগির দাম কমে ১২০ টাকায় চলে আসে। এখন ১৩০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করছি।
