ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২১:২৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মৃত ছাত্রীর নাম মমতা (১১)। সে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মমতা স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। একদিন আগে সে স্কুলে নিজের জুতা ফেলে এসেছিল এবং সেই জুতা আনতে গিয়ে ফুফুর বাড়িতে গিয়ে খাবার খায়। এরপর বাড়িতে ফেরার পথে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও মমতার কোনো সন্ধান মেলেনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে মমতার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পুলিশ গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।