কুস্তিতে সোনা জিতেছেন রাজশাহীর জেমি
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কুস্তি ফেডারেশন আয়োজিত দুই দিনব্যাপী ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি শেষ হয়েছে গত সোমবার। এতে মহিলা বিভাগের ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন রাজশাহীর জেমি আক্তার।
জেমির জন্মের আগেই মারা যান বাবা। মা গৃহপরিচারিকার কাজ করে তাকে বড় করেছেন। মায়ের কষ্টের টাকায় চলে সংসার। সেই টাকা দিয়ে মেয়ে প্রথম কুস্তির ম্যাটে দাঁড়ান। পড়াশোনার খরচ, খেলাধুলার সরঞ্জাম-সবই এসেছে মায়ের ঘাম ঝরানো উপার্জনে।
এত খেলা থাকতে কেন কুস্তিকে বেছে নিলেন? জেমির উত্তর, ‘তখন আমি পঞ্চম শ্রেণিতে পড়তাম। আমাদের এলাকার নাসরিন আপু বাসার সামনের খালি মাঠে অনুশীলন করাতেন। একদিন বাসায় এসে আম্মু বলে তুই কি অনুশীলন করবি? আমি এরপর রাজশাহী স্টেডিয়ামে গিয়ে কুস্তি খেলা দেখি। ভালো লেগে যায়।’
ক্যারিয়ারে প্রথম সোনা জিতে রোমাঞ্চিত জেমি। তিনি বলেন, ‘এর আগে তারুণ্যের উৎসবে সোনা জিতি। কিন্তু সেটা ছিল আন্তঃজেলায়। তাই তখন অত আনন্দ হয়নি। কিন্তু এবার আনসার, পুলিশের সিনিয়র খেলোয়াড়দের হারিয়েছি। এজন্য বেশি ভালো লাগছে।’
পদকমঞ্চে জেমি সব কৃতিত্ব দিচ্ছেন মাকে। তিনি বলেন, ‘আম্মু আমার জন্য অনেক কষ্ট করে। যদিও আমি ছোট থেকে নানির কাছে বড় হয়েছি। নানিও অনেক ভালোবাসে। তারা না খেয়ে থেকেছেন অনেক দিন। কিন্তু আমাকে না খাইয়ে রাখেননি। আমার খেলার সরঞ্জাম, খেলতে যাওয়ার যাতায়াত ভাড়াসহ সব টাকা জোগাড় করেছেন। আমি মায়ের দুঃখ ঘোচাতে চাই।’
