ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাকসু নির্বাচন: ১২ হলের ভোট গণনা শেষ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১২টি আবাসিক হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলে গণনার কাজ চলমান রয়েছে। সব হলে গণনা শেষে শুরু হবে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা। 

নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনা চলছে। ভোরের দিকে কয়েকটি হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ থাকে। তবে যেখানে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেখানে ভোট গণনা অব্যাহত ছিল।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সব ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে শুরু হয় গণনা। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা চলছে, যেখানে মূলত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা অংশ নিচ্ছেন। 

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী রাত পৌনে ৩টার দিকে সাংবাদিকদের জানান, বর্তমানে কেবল হল সংসদের ব্যালট গণনা হচ্ছে। তার মতে, জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে দুপুরের পর ফলাফল ঘোষণা হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষক ও কর্মকর্তারা সকাল থেকে হলে ভোটগ্রহণ শেষে আবার সিনেট ভবনে গণনার দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মঘণ্টার কারণে তারা স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েছেন। এ কারণে গণনার গতি কিছুটা ধীর হয়েছে।