৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী
চবি প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেই ৯ শিক্ষার্থী। স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতদের তালিকা প্রকাশ ও উন্নত চিকিৎসাসহ ৭ দফা দাবিতে ৫২ ঘণ্টা ধরে অনশন করছিলেন তারা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তাদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।
এর আগে দুপুরে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে অনশন করা এই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন উপাচার্য, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান প্রমুখ। এ সময় উপাচার্য আগামীকাল ‘আন্তরিকতার সহিত’ আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
গত বুধবার দুপুর ১২টায় বিভিন্ন সংগঠনের ৯ শিক্ষার্থী অনশনে বসেন। তারা হলেন-ধ্রুব বড়ুয়া, সুদর্শন চাকমা, ওমর সমুদ্র, জশদ জাকির, ঈশা দে, রাম্রা সাইন মারমা, আহমেদ মুগ্ধ, নাঈম শাহজান ও সুমাইয়া শিকদার।
অনশন ভাঙানোর সময় ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের কাজ পাঠদানে সর্বোচ্চ মনোযোগী হওয়া। আমরা তাদের কল্যাণে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। তারা যে দাবিগুলো দিয়েছে তা আমরা আমলে নিয়েছি।
