রামপুরায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মেহেদী হাসান মাহিম নামে একজনের বিরুদ্ধে মামলা করেছেন।
গত শনিবার পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
রামপুরা থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাহিম ওই তরুণীকে রামপুরার টিভি সেন্টার এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। একটি সূত্র জানিয়েছে, দুজন পূর্বপরিচিত।
রামপুরা থানার ওসি রাহাৎ খান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ তুলেছেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ। মাহিমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। গত শনিবার তারা সারাদিন একসঙ্গে ছিলেন। পরে মাহিম তাঁর বাসায় মেয়েটিকে নিয়ে আসেন এবং শারীরিক সম্পর্ক করেন।
