ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:১৩:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এশিয়া কাপে আজ মাঠে নামছে চার দল

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল

ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল

বাংলাদেশকে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপ শুরুর পর জয়ের ধারা অব্যাহত রেখে সুপার ফোরের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার হংকংয়ের মুখোমুখি হবে দলটি। একই দিন মাঠে নামছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

আবু ধাবিতে আমিরাত-ওমান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। একই দিন সোমবার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও হংকং।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মত মুখোমুখি হবে শ্রীলঙ্কা-হংকং।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত পারফর্মেন্সে ৬ উইকেটের জয় পায় লঙ্কানরা।

ধারাবাহিকতা অব্যাহত রেখে হংকংয়ের বিপক্ষেও জিততে চান শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা ভাল পারফর্মেন্স করেছি। বিশেষভাবে বোলাররা। আশা করছি, হংকংয়ের বিপক্ষেও দল ভাল করবে। আমাদের মূল লক্ষ্য জয় নিয়ে ম্যাচ শেষ করা।’

বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করে হংকং। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দল মাঠে নামবে জানিয়ে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা, ‘প্রথম ম্যাচে আমরা ভাল করতে পারিনি। ঐ ম্যাচ শেষে আমরা অনেক কিছু শিখেছি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের উজার করে দিতে চায় সতীর্থরা। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

এশিয়া কাপ ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তবে আসরে  প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আরব আমিরাত ও ওমান।

দুবাইয়ে ভারতের কাছে ৯ উইকেটের হার দিয়ে নিজেদের চতুর্থ এশিয়া কাপ শুরু করে আরব আমিরাত।  মাত্র ১০ রানে শেষ ৮ উইকেট পতন হয় আরব আমিরাতের। পরে ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের ৯৩ বল বাকী থাকতেই হার মানতে হয় আরব আমিরাতকে।

তবে ওমানের বিপক্ষে ভাল ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম, ‘ভারতের বিপক্ষে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়েই আমরা ঘুরে দাঁড়াতে চাই।’

এদিকে, আরব আমিরাতের মত বড় হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে ওমানও। পাকিস্তানের কাছে ৯৩ রানের বড় ব্যবধানে হারে তারা।

আরব আমিরাতের বিপক্ষে ব্যাটারদের কাছ থেকে ভাল পারফরমেন্স আশা করছেন ওমান অধিনায়ক জতিন্দর সিং, ‘ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে। বড় জুটি ও বড় ইনিংস খেলতে পারলেই আরব আমিরাতের বিপক্ষে জয় অসম্ভব নয়।’

ওমানের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলে ৫টিতে জয় ও ৪টি হেরেছে আরব আমিরাত।