নার্সদের জন্য ২০০ শয্যার হোস্টেল উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:০৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:০৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত রাজধানীর মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট নার্সেস হোস্টেল উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই হোস্টেলের উদ্বোধন করেন।
মিরপুর-১ এ দারুস সালাম রোডে অবস্থিত হোস্টেলটি পিপিপির মাধ্যমে নির্মিত হয়েছে। এটি নির্মানে ব্যয় হয়েছে ২১ কোটি টাকা। শর্তানুসারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অর্থায়ন করেছে ১২ কোটি ৫৮ লাখ টাকা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অর্থায়ন করেছে আট কোটি ৪৩ লাখ টাকা। এই নার্সেস হোস্টেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত নার্সদের আবাসন ব্যবস্থা করা হয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়া ডা. মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার প্রমুখ।
