আজ থেকে বসছে ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
বাংলায় এখন আশ্বিন মাস আকাশে এখন শুভ্র মেঘের ভেলা আর পথপ্রান্তে ফুটে থাকা কাশফুল জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসছে। পূজার এই আগ মুহূর্তে দেশের প্রিয় ফ্যাশন হাউজ ‘মিরা’ এর উদ্যোগে ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথ সিগনাল থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে গ্রিনরোডের ১৬৭/এ নম্বর ভবনের (চতুর্থ তলা), কমফোর্ট হাসপাতালের পাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিন ব্যাপি ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে সকাল ১০টা থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই মেলায় থাকছে ধর্মীয় থীম আধুনিক ও রুচিশীল ফ্যাশনের মেলবন্ধনে নতুন পোষাক পাঞ্জাবি, থ্রিপিস থেকে শুরু করে ছোটদের রঙিন পোশাক। থাকছে হাতে তৈরি গহনা ও পাটজাত পণ্যের স্টলগুলো যেন দেশের ঐতিহ্যের কথা আরেকবার প্রাণবন্ত করে তুলবে। আর রকমারি খাবারের সুস্বাদু আয়োজন মেলাকে করবে আরও আকর্ষণীয়। শুধু তাই নয়, মেলায় হবে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশও। বাউল গানের মায়াময় সুরে সবাই মেতে উঠবেন, যা পুরো উৎসবকে দিবে প্রাণবন্ত ছোঁয়া।
মিরা শুরু থেকে সম্পূর্ণ দেশিয় ও প্রকৃতিক পণ্য নিয়ে ফ্যাশন জগতে আলোড়ন তুলেছে। এর বাইরেও বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ ও বৈচিত্রসব ডিজাইন নিয়ে আসছে ফ্যাশন সচেতন মানুষের কাছে।
‘মিরা’ ফ্যাশন হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সঙ্গী করে এই মেলার মাধ্যমে সবাইকে আনন্দের একটি মঞ্চ দিতে চাই। তাই, পরিবারের সবাই নিয়ে আসুন, উপভোগ করুন শারদীয় উৎসবের রঙীন ছোঁয়া আর ঐতিহ্যের মেলবন্ধন। শারদীয় উৎসবের আনন্দে ভাসতে, ঐতিহ্যের ধারায় সুর মিলাতে এবং ফ্যাশনের নতুন রঙে নিজেকে সাজাতে ‘মিরা’র আঙিনায় শারদীয় মেলা আপনার জন্য অপেক্ষা করছে।
